
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মঙ্গলবার সকালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগমুহূর্তে তারা ইসরাইলি লক্ষ্যবস্তুতে ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিজ ৩’-এর অংশ হিসেবে দখলদার ইসরাইলি শাসনের বিরুদ্ধে এটি ছিল ইরানের ২২তম হামলা। এই ক্ষেপণাস্ত্র হামলা মঙ্গলবার সকালেই পরিচালিত হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে’।
বিবৃতিতে বলা হয়, সর্বশেষ এই প্রতিশোধমূলক হামলায় ইরানি বাহিনী ইসরাইলি সামরিক ও লজিস্টিক কেন্দ্রগুলোতে আঘাত হানে। যা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে বিস্তৃত ছিল। সর্বশেষ এই হামলা ছিল সোমবার রাতে ইসরাইলি বাহিনীর ‘অন্ধ ও অপরাধমূলক’ হামলার জবাব। রাতের ওই হামলায় কয়েকজন ইরানি শহীদ হন।
আইআরজিসি আরও জানায়, ‘সন্ত্রাসী ও অপরাধী জায়োনিস্ট শাসনব্যবস্থা’ ইরানের প্রতিরক্ষা সক্ষমতার সামনে হতাশ হয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির জন্য চাপ দিতে ‘আকুতি-মিনতি’ জানিয়েছে।
ইরানি সশস্ত্র বাহিনী সফলভাবে জায়োনিস্ট শত্রুর ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিয়েছে এবং শত্রুদের প্রতিটি তৎপরতা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়।
প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরাইল বিনা উসকানিতে ইরানে আক্রমণ চালায়। তারা ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় বিমান হামলা চালায়। যার ফলে ৬০০-র বেশি ইরানি শহীদ হন, যাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক।
এই হামলার পরই ইরানি সেনাবাহিনী পাল্টা আক্রমণ শুরু করে। আইআরজিসি-এর এয়ারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিজ ৩-এর আওতায় ইসরাইলি লক্ষ্যবস্তুতে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা অধিকৃত অঞ্চলজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।পাশাপাশি ইসরাইলে অন্তত ২৮ জনের প্রাণহানী ঘটে। সূত্র: বার্তা সংস্থা তাসনিম