
রাশিয়ার পূর্ণমাত্রার হামলার তিন বছরের বেশি সময় পর সরকারে বড় রদবদল আনার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার তিনি নতুন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর নাম প্রস্তাব করেছেন।
বর্তমান অর্থমন্ত্রী ইউলিয়া স্বিরিদেনকোকে নতুন প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি। আর বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস শমিগালকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি।
যুদ্ধ শুরুর পর এটিই ইউক্রেন সরকারের সবচেয়ে বড় রদবদল। যুদ্ধক্ষেত্রে একের পর এক ধাক্কা খাওয়া এবং রুশ বাহিনীর বর্ধিত বিমান হামলার মধ্যেই এই রদবদলের ঘোষণা এলো।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি লেখেন, ‘আমি ইউলিয়া স্বিরিদেনকোকে ইউক্রেন সরকারের নেতৃত্বে আনার প্রস্তাব দিয়েছি এবং সরকারের কাজকে নতুন করে ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দিচ্ছি।’
তিনি বলেন, ‘খুব শিগগিরই নতুন সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপনের জন্য আমি অপেক্ষা করছি।’
রাতের ভাষণে জেলেনস্কি জানান, শমিগাল হবেন নতুন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘ডেনিস শমিগালের অভিজ্ঞতা প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজে আসবে।’
৩৯ বছর বয়সী স্বিরিদেনকো এ বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খনিজ চুক্তি করতে গিয়ে আলোচনায় আসেন, যা প্রায় কিয়েভ-ওয়াশিংটন সম্পর্কের টানাপোড়েনে ফেলেছিল। অন্যদিকে ৪৯ বছর বয়সী শমিগাল ২০২০ সাল থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি করোনা মহামারির সময় এবং ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের শুরুতে সরকার পরিচালনা করেন।
‘মানুষ ক্লান্ত হয়ে গেছে’
জেলেনস্কির ঘোষণার পর স্বিরিদেনকো বলেন, ইউক্রেন এখন এক ‘গুরুত্বপূর্ণ সময়ের’ মধ্য দিয়ে যাচ্ছে। তিনি দেশের অর্থনীতি শক্তিশালী করা, জনগণের জন্য সমর্থন কর্মসূচি বাড়ানো এবং অস্ত্র উৎপাদন বাড়ানোকে তার অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।
রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের অর্থনীতি বিপর্যস্ত। পশ্চিমা দেশগুলোর আর্থিক সহায়তা ছাড়া কিয়েভের টিকে থাকা কঠিন হয়ে যাবে।
প্রস্তাবিত এই নিয়োগের জন্য সংসদের অনুমোদন প্রয়োজন হবে। তবে রাশিয়ার আগ্রাসনের পর থেকে সংসদ সাধারণত জেলেনস্কির সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে।
ইউক্রেনের সাবেক অর্থমন্ত্রী ও বর্তমানে কিয়েভ স্কুল অব ইকনোমিকসের প্রধান টিমোফি মাইলোভানোভ বলেন, ‘সরকারে পরিবর্তন দরকার, কারণ মানুষ ক্লান্ত হয়ে গেছে।’ তিনি বলেন, এই পরিবর্তন ‘যুদ্ধের তিন বছরের বেশি সময় পর এক ধরনের নতুন গতি নিয়ে আসবে।’
সম্প্রতি জেলেনস্কি জানিয়েছিলেন, প্রতিরক্ষামন্ত্রী উমেরভকে ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত করার বিষয়টিও বিবেচনা করছেন তিনি। গত সপ্তাহান্তে উমেরভের সঙ্গে বৈঠক শেষে জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও ইতিবাচক গতি প্রয়োজন এবং একইসঙ্গে দেশের প্রতিরক্ষা খাত পরিচালনায় নতুন পদক্ষেপ নিতে হবে।’
যুদ্ধের তিন বছরে এসে এই রদবদল এমন এক সময়ে এলো যখন রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে সরাসরি শান্তি আলোচনা স্থগিত রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র কিয়েভের জন্য সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা যুদ্ধ পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।