যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়া। পূর্বে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে রাজি না হলে মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এরই পরিপ্রেক্ষিতে নতুনভাবে সংলাপে বসার জন্য আগ্রহ প্রকাশ করেন পুতিন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমরা বিশেষ কিছু দেখছি না। ট্রাম্পের প্রথম শাসনামল প্রমাণ করে যে তিনি নিষেধাজ্ঞা বেশি পছন্দ করেন এবং রাশিয়া তার বক্তব্য নিবিড়ভাবে বিশ্লেষণ করছে।
তিনি বলেন, যুদ্ধ বন্ধে যদি কোনো চুক্তি না হয় তবে শিগগিরই রাশিয়ার পণ্যের ওপর উচ্চমাত্রার কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া কোনো উপায় থাকবে না।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়াকে আঘাত করতে চায় না এবং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সবসময়ই খুব ভালো সম্পর্ক রয়েছে।