যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

যশোর

যশোর : যশোরের চৌগাছায় আব্দুল আলিম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার গভীর রাতে উপজেলার লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল আলিম ওই গ্রামের আব্দুল ওদুদের ছেলে।

 

চৌগাছা থানার অফিসার ইনচার্জ মসিউর রহমান জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে আব্দুল আলিম বেড়গোবিন্দপুর বাওড় থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

 

তিনি আরো জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে লাশের ময়নাতদন্ত  সম্পন্ন হয়েছে।