মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রামে যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের হাতে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক মিয়া।
বুধবার দুপুরে চারিগ্রাম বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই ইউপি সদস্যকে মারধর করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত ইউপি সদস্য আব্দুল মালেক মিয়া ওই যুবলীগ নেতার বিরুদ্ধে সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে চারিগ্রাম বাজারে রিকশাস্ট্যান্ডে সংরক্ষিত মহিলা সদস্য নাসিমা বেগমের পাওনা টাকা নিয়ে মালেক ও দেলোয়ারের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবলীগ নেতা মালেকের ওপর চড়াও হয়ে তাকে মারধর করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন স্থানীয়রা।
দেলোয়ার চারিগ্রাম ইউনিয়ন যুবলীগের সদস্য ও মালেক ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মালেক মেম্বার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।