গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদ (অস্থায়ী) পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
পদের নাম : ক্যাশিয়ার
পদ সংখ্যা : ৩৪০টি
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে কমপক্ষে স্নাতক ডিগ্রি।
বেতন : জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
বয়স : ৩১-০১-২০১৭ তারিখে বয়স ১৮-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স ৩২ বছর শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের পূত্র-কন্যাদের বয়স সাধারণ প্রার্থীর মতো ১৮-৩০ বছর হতে হবে।
কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদনের সময়সীমা : আবেদন ফরম পূরণ ও দাখিল শুরুর তারিখ ১ জানুয়ারি, ২০১৭ এবং শেষ তারিখ ৩১ জানুয়ারি, ২০১৭ বিকাল ৫টা পর্যন্ত।
আবেদন পদ্ধতি : শুধু অনলাইনে আবেদন দাখিল করতে হবে। অনলাইন আবেদন ফরম যুব উন্নয়নের ওয়েবসাইট www.dyd.gov.bd গিয়ে ফরম পূরণ করতে হবে।
বিস্তারিত : নিচে নিয়োগ বিজ্ঞপ্তিতে