
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, যেকোনো উৎসবকে ঘিরে বিধি-নিষেধ আরোপ করা হয় জনগণের নিরাপত্তার জন্য। আসন্ন পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় মাঝপথে প্রবেশ করা যাবে না।
রোববার ডিএমপির সদর দপ্তরে এক সভায় তিনি এসব কথা বলেন।
বাংলা নববর্ষ উপলক্ষে ‘নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা’বিষয়ক সভায় ডিএমপি কমিশনার বলেন, ‘আর কয়েকটি দিন পরেই বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। রাজধানীর প্রতিটি স্থান নিরাপদ করতে বাংলা নববর্ষকে ঘিরে অনুষ্ঠিত সব অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেননা গত বছরগুলোতে দেখা গেছে পুরো ঢাকা শহর বৈশাখী মেলায় পরিণত হয়েছে। মানুষ নিরাপত্তাবোধ নিয়ে উৎসব উদযাপন করতে ঘর থেকে রাস্তায় এসেছেন।’
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এদিন মানুষকে নিরাপদ রাখতে রমনা পার্কের পাশের কেন্দ্রীয় রাস্তা বন্ধ করে দেওয়া হবে। কেননা এলাকাগুলো নববর্ষের ‘হ্যাপি জোন’ হিসেবে বিবেচনা করা হয়। নিরাপত্তার কথা চিন্তা করে নগরবাসী পুলিশকে সহযোগিতা করে তল্লাশির মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে যাবেন। যারা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন, তারা চারুকলা ইনস্টিটিউট থেকে শোভাযাত্রায় অংশ নেবেন। পথের মধ্যে থেকে কোনো অবস্থায় শোভাযাত্রার বেষ্টনীর মধ্যে ঢুকতে দেওয়া হবে না। অনুষ্ঠানস্থল ঘিরে থাকবে পর্যাপ্ত সংখ্যক পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্য। থাকবে ওয়াচ টাওয়ার, টহল ডিউটি, ফুট প্যাট্রোলিং, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, পুলিশের সাব কন্ট্রোল রুম, পুলিশ ব্লাড ব্যাংক ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, ডগ স্কেয়াড দিয়ে সুইপিং, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট।’
সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।