সচিবালয় প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল হবেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সে লক্ষ্যেই কাজ করছে।’
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করেন।
তোফায়েল আহমেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টার কারণে জনগণ নির্বিঘ্নে এবারের ঈদ উদযাপন করেছেন। আগের মতো কোনো আতঙ্ক ছিল না। ঈদুল ফিতরের আগে গুলশানের হলি আর্টিজান বেকারি ও ঈদের দিন শোলাকিয়ার ঈদ জামাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও ঈদুল আজহায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল ছিল দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, খুব সহসা লবণের দামও কমে আসবে। চাহিদা পূরণে দেশি উৎপদানের পাশাপাশি বিদেশ থেকেও লবণ আমদানি করা হচ্ছে।