
বিনোদন ডেস্কঃ টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাকে ব্যায়াম করতে দেখা যাচ্ছে। তবে ফিটনেস ঠিক রাখতে এ আর নতুন কী!
ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘দুই টুকরা পিজ্জা যাতে কোমরের মাপ পরিবর্তন না করতে পারে, তাই এই কসরত। জীবনে চ্যালেঞ্জ না থাকলে গতি থাকে না।’
মিমি বরাবরই খেতে ভালোবাসেন এমনটা বরাবরই জানিয়ে এসেছেন মিমি। কিন্তু পেশার প্রয়োজনে সব খাবার খাওয়া সম্ভব হয় না। কড়া ডায়েটের মধ্যে থাকতে হয় তাকে। আর কখনো যদি ডায়েট ভাঙেন, তার জন্য শারীরিক কসরত করতে হয় অনেকটা বেশি। বাইরে শুটিং করতে গিয়েও তাই কখনো শরীরচর্চা করতে ভোলেন না তিনি।