বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। তার সমসাময়িক অভিনেত্রীদের অনেকেই এখন দিব্যি সংসার করছেন। কিন্তু বয়স ৪০ পার হলেও এখনো বিয়ের নামটি নেই তার মুখে। তাই অনেকের মনেই প্রশ্ন, কেন বিয়ে করছেন না সুস্মিতা?
বিভিন্ন অনুষ্ঠানে বা সাক্ষাৎকারে প্রায়ই এই প্রশ্নের মুখে পড়তে হয় সুস্মিতা সেনকে। নানাভাবেই তিনি তা সামলে নেন। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে নিজের বিয়ে না করার কারণ জানিয়েছেন এ অভিনেত্রী।
নিজের একটি আবেদনময়ী ছবি পোস্ট করে সুস্মিতা ক্যাপশনে লিখেন, ‘তারা জিজ্ঞেস করে, কেন আমি এখনো সিঙ্গেল? উত্তরে বলি, আমি নিজের পছন্দ মতো কাজ করতে পারি এবং অন্যদের পছন্দকে সম্মানও করতে পারি। সেটা যাইহোক না কেন। পরিশেষে সিঙ্গেল হোক অথবা ডবল আমরা জেতার জন্যই খেলি। আমার বিষয়ে বলতে চাই, আমি এখনো সেই পুরুষকে খুঁজে পাইনি, যিনি আগুন নিয়ে খেলতে ভালোবাসেন।’