যে কারণে শাহরুখের ‘ডর’ ফিরিয়ে দিয়েছিলেন রাভিনা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন সম্প্রতি জানিয়েছেন কেন তিনি শাহরুখ খান অভিনীত ১৯৯৩ সালের মনস্তাত্ত্বিক থ্রিলার ডর ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। অবাক করার মতো তথ্য হলো— ছবিটির জন্য তিনিই ছিলেন প্রথম পছন্দ, পরে সেই চরিত্রে অভিনয় করেন জুহি চাওলা।

এক সাক্ষাৎকারে রাভিনা বলেন, কিংবদন্তি পরিচালক ইয়াশ চোপড়া তাকে ডর ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কিছু কারণে তিনি সেই অফার গ্রহণ করেননি।

রাভিনা স্মৃতিচারণ করে বলেন, ডর প্রথমে আমাকেই দেওয়া হয়েছিল। ছবিটা অশ্লীল ছিল না, তবে কিছু দৃশ্যে আমি স্বস্তি বোধ করিনি।

ব্যক্তিগত সীমারেখা নিয়ে আপসহীন ছিলেন

মোহরা ও আন্দাজ আপনা আপনা খ্যাত এই অভিনেত্রী জানান, কর্মজীবনের শুরুর দিকে এমন অনেক চরিত্র তিনি ফিরিয়ে দিয়েছিলেন যেগুলোতে ঘনিষ্ঠ বা অস্বস্তিকর দৃশ্য ছিল।

রাভিনার ভাষায়, আমি অনেক কিছুতেই অস্বস্তি বোধ করতাম। যাদের সঙ্গে ঘনিষ্ঠতা দেখাতে হতো, তাদের সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যবোধ করতাম না। আমি একটু পেছনেই সরে যেতাম।

তিনি আরও বলেন, এতে কেউ কেউ তাকে অহংকারী মনে করলেও আসলে তিনি ছিলেন সংযত প্রকৃতির। আমি তেমন উদ্ধত ছিলাম না, কিন্তু একটু নিজের জগতে থাকতাম। তাই সবাই আমার সাথে ছেলেদের মতো আচরণ করত।

ফিরিয়ে দিয়েছিলেন প্রেম কায়েদি ছবিও

রাভিনা আরও জানান, তিনি প্রেম কায়েদি ছবিতেও কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন— যে ছবির মাধ্যমে পরবর্তীতে কারিশ্মা কাপুর বলিউডে আত্মপ্রকাশ করেন। তার সিদ্ধান্তগুলো ছিল মূলত নিজের স্বাচ্ছন্দ্য ও নীতির ভিত্তিতে, নাম বা খ্যাতির জন্য নয়।

ইয়াশ চোপড়া পরিচালিত ডর পরবর্তীতে ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলফলক হয়ে ওঠে। ছবিতে শাহরুখ খানের উন্মত্ত প্রেমিকের চরিত্র তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। ডর-এ আরও অভিনয় করেছিলেন সানি দেওল ও জুহি চাওলা। ছবিটি আজও বলিউডের অন্যতম জনপ্রিয় থ্রিলার হিসেবে বিবেচিত।