
ডেক্স : ছবি কথা বলে। যে কথা মুখে বলে বা লিখে বোঝানো যায় না, তা একটি ছবি দিয়ে পুরোপুরি বলে দেওয়া যায়। লেখার চেয়ে শক্তিশালী ছবি। বিশেষ করে ঘটনার প্রত্যক্ষ প্রমাণের ক্ষেত্রে ছবি খুবই গুরুত্বপূর্ণ।
প্রতিদিন কত ঘটনা ঘটে বিশ্বব্যাপী। এসব ঘটনায় লাখ লাখ ছবি তোলা হচ্ছে। এর মধ্যে কিছু ছবি মানুষের মনে গেঁথে যায়। আর জীবনঘনিষ্ঠ হলে তো কোনো কথায়ই থাকে না। কিছু ছবি আছে যা দেখামাত্র আপনার হৃদয় স্পর্শ করবে। আপনার আবেগকে এক মুহূর্তের জন্য নাড়িয়ে দেবে এমন ১০টি ছবি নিয়ে আজকের আয়োজন।
Picture
১৯৬৭ সালের অক্টোবরে পেন্টাগনে আমেরিকার ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ছবিতে বিক্ষোভ চলাকালে ১৭ বছর বয়সি বালিকা অস্ত্রধারী সৈন্যকে ফুল দিয়ে যুদ্ধের প্রতিবাদ জানাচ্ছে।
Picture
কোরিয়ান যুদ্ধের সময় এক সার্জেন্ট দুই সপ্তাহ বয়সি একটি বিড়ালছানার যত্ন নিচ্ছেন।
Picture
২০১১ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোর কাছে এক ভয়াবহ ভূমিধস ঘটে। ভূমিধসে ৯০৩ জন মানুষ মারা যায়। এর মধ্যে কুকুরটির মনিবও একজন। পরে তাকে সমাহিত করা হয়। মনিবের কবরের পাশে বসে আছে কুকুরটি।
Picture
উত্তর কোরিয়ান আত্মীয়কে অশ্রুসিক্ত বিদায় দিচ্ছেন এক দক্ষিণ কোরিয়ান। ২০১০ সালের অক্টোবরে ৬০ বছর পর, দুই দেশের সীমান্তবর্তী পরিবারের সদস্যদের তিন দিনব্যাপী পুনর্মিলনীর অনুমতি দেওয়া হয়েছিল
Picture
২০১১ সালের জুনে কানাডার ভ্যাঙ্কুভারে স্ট্যানলি কাপ হকি ফাইনালকে কেন্দ্র করে ব্যাপক দাঙ্গা হয়। যা ভ্যাঙ্কুভার দাঙ্গা নামে পরিচিত। দাঙ্গা চলাকালীন একটি মেয়েকে পুলিশ আঘাত করে মাটিতে ফেলে দেয়। এ সময় মেয়েটির প্রেমিক কাছে এসে জড়িয়ে ধরে। পরে মাটিতে শুয়েই পরস্পর চুম্বনে লিপ্ত হয়
Picture
১৯৮৯ সালের ৫ জুনের ঘটনা। চীনের বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে সামরিক বাহিনী কর্তৃক বিক্ষোভ দমনকালে এক ব্যক্তি সারিবদ্ধ চলন্ত ট্যাংকের সামনে দাঁড়ায়। ওই ব্যক্তির নাম এখন পর্যন্ত জানা যায়নি। তবে তিনি ‘ট্যাংকম্যান’ নামে পৃথিবীব্যাপী পরিচিতি পান। আর ছবিটিও বিংশ শতকের আইকনিক ছবি
Picture
১২ বছর বয়সি ব্রাজিলিয়ান শিশু ডিয়েগো তরকোয়েতো তার শিক্ষকের অন্ত্যেষ্টিক্রিয়ায় ভায়োলিন বাজাচ্ছে। এই শিক্ষক ডিয়েগোকে সংগীতের মাধ্যমে সহিংসতা ও দারিদ্র্য থেকে মুক্তির পথে আসতে সাহায্য করেছিলেন
Picture
রানা প্লাজা ধসের সবচেয়ে হৃদয়স্পর্শী ছবি এটি। এক দম্পতি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একে অন্যকে আলিঙ্গন করে আছে
Picture
এই আফ্রিকান শিশুটি আসলে চিড়িয়াখানার অংশ! ১৯৫৮ সালে বেলজিয়ামের মানব চিড়িয়াখানার দৃশ এটি
Picture
ছবিটি ১৯১৫ সালের আরমেনিয়ান গণহত্যার সময়কার। এক তুর্কি কর্মকর্তা এক টুকরো রুটি দেখিয়ে আরমেনিয়ান শিশুদের ধোঁকা দিচ্ছেন