
আমরা অনেকেই প্রায়ই মাথা ব্যাথায় ভুগে থাকি। বিশেষ করে মাইগ্রেনের সমস্যায় যারা ভোগেন তারা প্রায় প্রতিদিনই কখনও না কখনও প্রচণ্ড মাথাব্যথার সম্মুখীন হন। তীব্র এই মাথা ব্যাথা সকল কাজে বাঁধার সৃষ্টি করে এবং এর প্রভাব পরে শারীরিক ভাবে।
অনেকেই এর জন্য ঔষধ সেবন করেন। কিন্তু আপনি জানেন কি ঔষধ সেবন কতটা ঝুকিপূর্ন এতে কিছু সময় আরাম মিললেও পরে কঠিন সমস্যায় পড়তে পারেন। আপনি ঘরোয়া উপায়েই মাথা ব্যাথা নিরসন করতে পারবেন জেনে নেই এর ৫ উপায়ঃ
# মাথাব্যথা শুরু হলেই এক কাপ হালকা গরম পানি পান করুন। অনেক সময় বদহজমের কারণে মাথাব্যথা হয়। গরম পানি খেলে সেটা দ্রুত কমবে। এছাড়াও শরীরে পানির ঘাটতি হলেও মাথাব্যথা হতে পারে। এজন্য দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করুন।
# ঘরে যদি আপেল থাকে তাহলে মাথাব্যথা সারাতে সেটিও কাজে লাগাতে পারেন। যখন একেবারেই কোনো উপায় কাজে লাগবে না তখন আপেলে ভরসা রাখতে পারেন। এজন্য ২ টুকরো আপেলের উপর লবণ ছড়িয়ে খান মাথাব্যথার তীব্রতা কমবে।
# অকুপ্রেশারের কথা অনেকেই জেনে থাকবেন। বেশ পুরোনো এই পদ্ধতির মাধ্যমেও মাথাব্যথা কমানো যায়। এজন্য বাম হাতের বুড়ো আঙুল ও তর্জনির মাঝখানের অংশে ডান হাতের বুড়ো আঙুল ও তর্জনি দিয়ে চেপে ধরুন। তারপর ওই স্থানটি ম্যাসাজ করুন। কয়েক মিনিটের মধ্যেই কমবে মাথাব্যথা।
# লবঙ্গ সবার রান্নাঘরেই থাকে। মাথাব্যথা কমাতে একটি ছোট কাপড়ের টুকরায় ভেজে নেওয়া লবঙ্গ নিয়ে মুড়িয়ে নিন। এরপর নাকের সামনে কাপড়ের পুটুলি ধরে কিছুক্ষণ ঘ্রাণ নিন। লবঙ্গের গন্ধেই দেখবেন মাথাব্যথা সেরে যাবে।
# জানলে অবাক হবেন, মাথাব্যথা কমাতে আদা দুর্দান্ত কাজ করে। এজন্য মাথাব্যথা শুরু হলেই এক টুকরো আদা মুখে রেখে দিন। দেখবেন কয়েক মিনিটের মধ্যেই মাথাব্যথা কমে যাবে।