
অন্য দুনিয়া ডেস্ক : ধনকুবের ব্যবসায়ী ও বিতর্কিত রাজনীতিবিদ হিসেবে খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খবরের শেষ নেই।
তবে এবার এক পাখিটি আলোচনায় এসেছে ডোনাল্ড ট্রাম্পের বদৌলতে। ডোনাল্ড ট্র্যাম্পের ব্যক্তিত্বকে বিশ্বের অনেকে অপছন্দ করলেও, পাখিটিকে মুগ্ধ পুরো ইন্টারনেট দুনিয়া।
চীনের হংজৌ সাফারি পার্কের এই পাখিটি দেখতে দর্শনার্থীদের উপচে পরা ভিড়। কারণ পাখিটির চুলের স্টাইল অবিকল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের মতোই! তাই রঙিন এই পাখিটিকে ‘ট্রাম্প বার্ড’ নামেও অভিহিত করছেন অনেকে।
trump
পাখিটির কেয়ারটেয়ার বলেন, ‘রঙিন প্রজাতির এই পাখিরগুলোর মধ্যে ছোট্ট এই পাখিটি অনেক বেশি রঙিন এবং সুস্থ।’ এই কথাটি ঠিক যেন ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসকের বক্তব্যের মতোই।
যা হোক, একই আত্মা দুইটি ভিন্ন প্রাণির মধ্যে, এমনটা কি সত্যিই হতে পারে? হোয়াইট হাউসে কি পাখি পোষার ব্যবস্থা করবেন ট্রাম্প?