
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় যৌতুকের জন্য গৃহবধূকে ঘরে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ উঠেছে।
ওই গৃহবধুর নাম রোখসানা আক্তার। তিনি আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ী এলাকার হযরত আলীর স্ত্রী ও একই উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ী এলাকার রাজমিস্ত্রী রুস্তম আলীর মেয়ে। এ ঘটনার পর থেকে স্বামীসহ তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন।
এ ঘটনায় বুধবার রাতে বিচার চেয়ে রোখসানা আক্তার তার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে আদিতমারী থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, পাঁচ বছর আগে রোখসানা আক্তারের বিয়ে হয় বড় কমলাবাড়ী এলাকার জোবেদ আলীর ছেলে হযরত আলীর সঙ্গে। বিয়ের সময় ছেলেকে ৫০ হাজার টাকা ও আসবাবপত্র দেওয়া হয়। বিয়ের তিন বছর পর হযরত আলী ও তার পরিবারের লোকজন আরও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। রোখসানার গরিব বাবা জামাইয়ের আবদার মেটাতে ব্যর্থ হন। এরপর থেকে নির্যাতনের খড়গ নেমে আসে রোখসানার উপর। প্রায় দিনই ঘরে আটকে রেখে রোখসানাকে নির্যাতন চালাতেন স্বামী হযরত আলী, শ্বশুর জোবেদ আলী (৫৫) ও শাশুড়ি নাজমা বেগম (৫০)। গত বুধবার রোখসানাকে ঘরে বেঁধে রেখে নির্যাতন করেন স্বামী হযরত আলী।
বিষয়টি রোখসানা আক্তার স্থানীয় কমলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলাল উদ্দিন আলালকে জানালে আরও নির্যাতন শুরু হয় রোখসানার উপর। পরে চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল নির্যাতিত রোখসানা আক্তারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
আদিতমারী হাসপাতালের চিকিৎসক সালাম শেখ বলেন, ‘রোখসানার গোপনাঙ্গ, গলাসহ গোটা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল কাশেম ও রোখসানার পরিবারকে জানানো হয়েছে।’
এ বিষয়ে স্বামী হযরত আলীসহ তার পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
নির্যাতনের শিকার রোখসানা বলেন, ‘আমাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, এর দৃষ্টান্তমূলক বিচার চাই। যেন ভবিষ্যতে ওই এলাকায় এমন নির্যাতনের শিকার কোনো নারী আর না হতে হয়।’
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেশ্বর রায় বলেন, ‘রোখসানা আক্তার থানায় এজাহার দাখিল করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কার্যক্রম শুরু হয়েছে।’