যৌতুক ও নারী লোভী রেজাউল আইনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে স্বদাপটে অসহায় রিনার মানবেতর জীবন যাপন

মেহেরপুর থেকে জাহিদ মাহমুদ: যৌতুক ও নারী লোভী রেজাউল আইনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে স্বদাপটে ঘুরে বেড়াচ্ছে অপরদিকে অসহায় রিনা দুই সন্তান নিয়ে বিচারের দাবীতে দারে দারে ঘুরছে। বাংলাদেশ সরকার যেখানে নারীদের অধিকার বাস্তবায়নে নানামুখী পদক্ষেপ নিচ্ছেন, সেখানে রিনার মত সাধারণ একটি মেয়ে অসহায় পিতার বাড়িতে গুমড়ে গুমড়ে কাঁদছে। রিনা মেহেরপুর জেলার গাংনী উপজেলার ব্রজপুর গ্রামের নফল উদ্দীনের মেয়ে।
স্থানীয়রা ও নফেল উদ্দীন জানান, ২০০৪ সালে একই গ্রামের খবির উদ্দীনের ছেলে রেজাউলের সাথে সামাজিক ভাবে বিবাহ হয় রিনার। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিতে থাকে রেজাউল। অষ্টমঙ্গলায় এসেই ৫০,০০০ হাজার টাকা যৌতুক দাবী করে। রিনার বাবা মেয়ের সংসার রক্ষার্থে তার দাবী পুরুন করে। কিন্তু যৌতুক লোভী রেজাউল কিছুদিন সংসার করার পর রিনার বাবার কাছে একটি মাইক্রোবাস দাবী করে। মেয়ের সুখের আসায় মাইক্রোবাস ক্রয়ের জন্য ১,৫০,০০০ টাকা দিয়ে রেজাউলের এ দাবীও পুরুণ করে রিনার বাবা নফল উদ্দীন কিন্তু রিনার কপালে বেশীদিন সুখ সইল না। । কয়েক মাসের মধ্যেই মাইক্রোবাস বিক্রি করে অর্থ নষ্ট করে ফেলে। রেজাউলের অর্থলোভ দিনে দিনে বাড়তেই থাকে।

কয়েকমাস পরে এবার রেজাউল রিনার বাবার কাছে জমি কেনার জন্য ২,৫০,০০০ টাকা দাবী করে, টাকা না দিলে রিনাকে বাবার বাড়ি পাঠিয়ে দেবে বলে হুমকি দেয়। রিনার বাবা তাকে টাকা দিয়ে বিশ্বাস না পেয়ে ২,৫০,০০০ টাকা দিয়ে বাড়িসহ ০২ কাঠা ও ০৬ কাঠা মাঠান জমি কিনে দেয়।

এরপর বিভিন্ন সময় রিনাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেয় ও মারধর করে। এদিকে রিনার বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মানুষরুপী নরপিসাচ রেজাউল মরিয়া হয়ে ওঠে। দিনের পর দিন রিনার উপর চলে অমানষিক নির্যাতন। এক পর্যায়ে যৌতুকের জন্য রিনাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গত ১৫/০৫/২০১৬ ইং তারিখে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিমাংসা হয় এবং আর কোন যৌতুক দাবী ও নির্যাতন করবে না মর্মে অঙ্গিকার করে। কিন্তু এ পর্যন্ত রিনাকে নিয়ে যায়নি রেজাউল।
রেজাউল যে শুধু অর্থলোভী তা নয়, সে একজন নারী লোভীও বটে। নারী লোভী রেজাউল রিনারী ভাবী পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে। বর্তমানে রেজাউল রিনার ভাবীর সাথে সংসার করছে এবং স্বদাপটে বলে বেড়াচ্ছে “আমার বড় ভাই জিয়ারুল এস পির বউ দিপা কে পালিয়ে নিয়ে এসেছিল, তার কেউ কিছু করতে পারিনি। আমাকেও কেউ কিছু করতে পারবে না। টাকা থাকলে পুলিশ প্রশাসনকে কিনে পকেটে ভরে রাখা যায়।
এ বিষয়ে রিনার সাথে কথা বললে তিনি কাঁদো কাঁদো কণ্ঠে সমস্ত ঘটনার বর্ণনা করেন। তিনি আরো বলেন, এ বিষয়ে ১৭/১২/২০১৬ ইং তারিখে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল মেজিষ্ট্রেট-২ আদালতে যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়। যার মামলা নং সি, আর ৩৫৩/১৬ কিন্তু টাকার জোরে ইতোমধ্যে যৌতুকের মামলায় খালাস পেয়েছে রেজাউল। আমার দুই সন্তান, বড় ছেলের বয়স ৯ বছর এবং ছোট মেয়ের বয়স ৯ মাস। আমি যখন ৮ মাসের গর্ভবতী তখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি এখন অসহায় নাবালক দুটি সন্তান নিয়ে বিচার দাবীতে বিচার বিভাগীয় অফিসের দারে দারে ঘুরছি। আর কত দিন আমাকে এভাবে ঘুরতে হবে জানি না। তাহলে কি এই স্বাধীন বাংলার মাটিতে আমি ন্যায্য বিচার পাব না। একথা বলেই কান্নায় ফেটে পড়েন রিনা।
ঘটনার সত্যতা স্বীকার রেজাউল বলে, আমি কোন যৌতুক নি নাই এবং আমি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়ায় তারী ভাবী লিমার সাথে দ্বিতীয় বিয়ে করেছি। এটা আমি ন্যায় হলেও করেছি, অন্যায় হলেও করেছি। সে দাপট দেখিয়ে আরো বলে এতে আমার যা হয় হবে। আপনারা লিখা লিখী করে যা পারেন করেন। ( চলবে)(পর্ব-১)