
নড়াইলের কালিয়ায় যৌতুকের দাবিতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) উপজেলার উড়শি গ্রামে রকিবুলের বাড়িতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ হত্যকাণ্ডে জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। অভিযুক্তকে যে কোনো মূল্যে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।
জানা গেছে, দিপালী বেগম চাচুড়ি গ্রামের আবু বক্কারের মেয়ে। পেশায় কাঠমিস্ত্রি রকিবুলের সঙ্গে ১০ বছর আগে বিয়ে হয় দিপালীর। নিহত দিপালী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নড়াইল সদরের দিপালী বিয়ের পর স্বামী রকিবুলের পরিবারকে কয়েক দফায় বাবার বাড়ি থেকে এনে ২ লাখ টাকা যৌতুক দেন। কিন্তু স্বামী আরও যৌতুকের জন্য ওই গৃহবধূকে চাপ দেন। রাজি না হওয়ায় তাদের মধ্যে চলে পারিবারিক কলহ। এরই জেরে বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে রকিবুল হাতুড়ি দিয়ে পিটিয়ে দিপালীকে হত্যা করে বলে অভিযোগ স্বজনদের।
খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, স্বামীর হাতুড়ির আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে স্ত্রীর মত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।