যৌতুক না পেয়ে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : যৌতুক না পেয়ে সাহিনা আক্তার (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে সাহিনার স্বামী নিরব মিয়া পলাতক রয়েছেন। রাজধানীর মিরপুরে শাহআলী থানা এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটে। শাহআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, বুধবার সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে গ্রেপ্তার করতে পারলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। সাহিনার স্বজনেরা অভিযোগ করেন, মিরপুর-১ শাহ আলী রোড-৪ বাড়ি-১৪ এর একটি টিনসেড ঘরে ভাড়া থাকতো পরিবারটি। তবে বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায় সময়ই সাহিনাকে মারধর করতেন স্বামী। বুধবারও নিরব তাকে মারধর করেন। এতেই সাহিনার মৃত্যু হয়। তাদের তিন সন্তান রয়েছে।