যৌথভাবে সন্ত্রাসবিরোধী মহড়া করল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত

পাকিস্তান সেনাবাহিনী ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেনশিয়াল গার্ডের মধ্যে অনুষ্ঠিত যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া ‘জালমুদ-১’ খাইবার পাখতুনখোয়ার তারবেলায় সমাপ্ত হয়েছে। মহড়াটি মূলত জিম্মি উদ্ধার অভিযানের উপর কেন্দ্রীভূত ছিল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভি।

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, দুই সপ্তাহব্যাপী এ মহড়ায় পাকিস্তানের স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) এবং ইউএই প্রেসিডেনশিয়াল গার্ডের ইউনিটসমূহ অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানে এসএসজি’র জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আমিরাতের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

আইএসপিআর আরও জানায়, মহড়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে যৌথ দক্ষতা বৃদ্ধি এবং জিম্মি উদ্ধার কার্যক্রমে সমন্বিত সক্ষমতা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এই উদ্যোগের লক্ষ্য ছিল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করা।