যৌথ বিনিয়োগে সার কারখানা স্থাপনের আগ্রহ ইরানের

নিজস্ব প্রতিবেদক : ইরানের চাবাহার সমুদ্রবন্দরের নিকটবর্তী শিল্পাঞ্চলে বাংলাদেশ ও ইরানের যৌথ বিনিয়োগে একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে ইরান।

এ ছাড়া চট্টগ্রামে একটি এলএনজি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিনিয়োগ করতেও আগ্রহী ইরান।

বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ে এক বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভেইজি দেহনাভি এ আগ্রহের কথা জানান।

এ সময় বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে দুদেশের মধ্যে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য বাড়াতে যৌথ অর্থনৈতিক কমিশনের কার্যক্রম চালুর বিষয়ে ঐকমত্য পোষণ করে দুদেশ।

বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আরো গভীর করতে দুদেশের মধ্যে বিনিয়োগ ও সফর বিনিময় বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ইরানের সরাসরি বিমান ফ্লাইট চালুর প্রস্তাবও করেন মন্ত্রী।

ইরানের ইস্পাহান নগর ও বাংলাদেশের বরিশালের মধ্যে সিস্টার সিটির সম্পর্ক গড়ে তোলার তাগিদ দেন। এর মাধ্যমে দুদেশের পর্যটন শিল্পখাত বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের শিল্পখাতে অর্জিত সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করে জানান, বাংলাদেশে শিল্পখাতের আধুনিকায়ন ও ভারী শিল্পের বিকাশে ইরান প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী।

এ সময় তিনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইরানি উদ্যোক্তাদের জন্য স্টলের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেন।

বৈঠকে শিল্পমন্ত্রী ইরান থেকে জি-টু-জি পদ্ধতিতে ইউরিয়া সার আমদানির আগ্রহ ব্যক্ত করলে ইরান এতে সম্মত রয়েছে বলেও রাষ্ট্রদূত জানান। এ বিষয়ে শিল্পমন্ত্রী এক মাসের মধ্যে এ প্রক্রিয়া শুরু করার পরামর্শ দেন। পাশাপাশি তিনি চট্টগ্রামে এলএনজি প্রকল্প বাস্তবায়নে ১৫ দিনের মধ্যে একটি সমন্বিত প্রস্তাব পেশের জন্য রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।

বৈঠকে বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদুর রহমানসহ বাংলাদেশে ইরান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।