নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে ট্রাকচাকায় মাহমুদা আক্তার (২৪) নামে এক তরুণী নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শাপলা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। মাহমুদা নগরীর আলমনগর কলোনীর আবুল হোসেনের মেয়ে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে শহরের শাপলা চত্বরে রাস্তা পার হচ্ছিলেন মাহমুদা। এ সময় ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।