নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে দুই প্রসূতি মা ৬টি সন্তান জন্ম দিয়েছেন। দুজনের বাড়িই দিনাজপুরে। শুক্রবার রাতে তাদের একজনের সিজারিয়ান অপারেশন মাধ্যমে সন্তান প্রসব হয়। অপরজন স্বাভাবিকভাবে সন্তান প্রসব করেন।
বর্তমানে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও শিশু ওয়ার্ডে রয়েছে মা ও শিশুরা। রাতে এ খবর ছড়িয়ে পড়ায় অনেকেই শিশু ওয়ার্ডে একনজর শিশুদের দেখার জন্য ভিড় জমান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর সকালে দিনাজপুর জেলার রামপুর এলাকার আনোয়ারুল ইসলামের স্ত্রী পারুল (২৮) প্রসব বেদনা নিয়ে রংপুর কমিউনিটি মেডিকেলের শিশু ওয়ার্ডে ভর্তি হন। কয়েক ঘণ্টা পরেই স্বাভাবিকভাবে তার কোলজুড়ে তিন সন্তান আসে। এর মধ্যে দুই পুত্র ও এক কন্যা। তিন সন্তান পেয়ে আনন্দের বন্যা বয়ে যায়। তবে এক দিন পরে একটি সন্তান মারা যায়।
এদিকে শুক্রবার সকালে একই জেলার বিরল উপজেলার মধ্যবর্তী এলাকার জুয়েল রানার স্ত্রী হরিছন নাহারও (২৬) একই ওয়ার্ডে ভর্তি হন। এই গৃহবধূর কোলজুড়েও আসে তিন সন্তান। তবে তাদের জন্ম হয় সিজারিয়ান পদ্ধতিতে। তিনজনের মধ্যে দুজন পুত্র আর একজন কন্যাসন্তান।
বর্তমানে তিন সন্তান জন্ম দেওয়া দুই মা-ই রংপুর কমিউনিটি মেডিকেলের শিশু ওয়ার্ডে আছেন।
কমিউনিটি মেডিক্যালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আজিজা বেগম লুতসি জানিয়েছেন, বর্তমানে মা ও সন্তানেরা ভালো আছে।