রংপুরে দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। সোমবার সকালে শহরের দমদমা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খালেক পরিবহনের একটি বাসের সঙ্গে সৈয়দপুর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সোনার মদিনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খালেক পরিবহনের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় সোনার মদিনা পরিবহনের চালকসহ উভয় বাসের কমপক্ষে ৪০ জন আহত হন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।