রংপুরে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য অত্যাধুনিক হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের পুরনো শহর মাহিগঞ্জে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের কৃত্রিম হাত-পাসহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তৈরি এবং চিকিৎসার জন্য একটি অত্যাধুনিক হাসপাতাল হচ্ছে।

রোববার বিকেলে মাহিগঞ্জে হাসপাতালের স্থান পরিদর্শন করেন সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভেলরী এ টেলর।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, সিআরপির কর্মকর্তা সাহেদুল ইসলাম, প্রাক্তন সংসদ সদস্য শাহ আবদুর রাজ্জাক, শিক্ষক আবদুল গাফ্ফার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, সিটি করপোরেশনের কাউন্সিলর ফরিদা কালাম প্রমুখ।

রংপুর সিটি করপোরেশনের দেওয়া ৭ একর জমির ওপর পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য সিআরপি এ হাসপাতালটি করছে।

সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভেলরী এ টেলর বলেন, আমি সিটি করপোরেশনের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে এ হাসপাতালটি প্রতিষ্ঠার জন্য জমি দিয়েছে।

তিনি আরো বলেন, আগামী জানুয়ারি মাসে এ হাসপাতালের কাজ শুরু হতে পারে। হাসপাতালটি হলে এ অঞ্চলের পক্ষাঘাতগ্রস্ত রোগীদের আর ঢাকার সাভারে যেতে হবে না। তারা এখানেই সেবা পাবেন।

রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু সিআরপিকে ধন্যবাদ জানান এখানে হাসপাতালটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায়। তিনি হাসপাতাল নির্মাণে জমিসহ সার্বিক সহায়তারও আশ্বাস দেন।