রংপুর :রংপুরে বিকাশকর্মীকে গুলি করে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুরে পীরগঞ্জ উপজেলার চৌধুরী মেলা ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, পীরগঞ্জ উপজেলার রওশনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে বিকাশকর্মী রেজাউল ইসলাম দুটি ব্যাগে ৫ লাখ টাকা নিয়ে চতরাহাটে তার এজেন্টের কাছে যাচ্ছিলেন। চৌধুরী মেলা ঈদগাহ এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাকে গুলি করে টাকা ভর্তি একটি ব্যাগ নিয়ে চলে যায়।