
নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে দিনে দুপুরে প্রকাশ্যে বিকাশ কর্মীকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুর ১২ টার দিকে নগরীর সাহেবগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, টাকা নিয়ে বিকাশ কর্মী শাহরিয়ার সুমন মোটরসাইকেলে শহর থেকে হারাগাছের দিকে যাচ্ছিলেন। নগরীর উপকণ্ঠে কাউনিয়ার সাহেবগঞ্জ এলাকায় পৌঁছলে ৪-৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে সুমনের শরীরের বিভিন্নস্থানে ক্ষত হয়।
এ সুযোগে ছিনতাইকারীরা তার টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। লোকজন এসে সুমনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কাউনিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ জানান, এখনো কেউ অভিযোগ করেনি। তবে ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারে আমরাও অভিযান চালিয়ে যাচ্ছি।