
নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের পীরগঞ্জে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে পীরগঞ্জের ফায়ার সার্ভিস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন দিনাজপুরের চিরিরবন্দর এলাকার মৃত তরিকুল ইসলামের স্ত্রী নূর জাহান বেগম (৩৫)। বাকি নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পীরগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজুর রহমান জানান, ভোরে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী রূপসী পরিবহনের একটি বাস পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন অন্তত ২১ জন। পরে আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।