
নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার বিকেলে রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র এই রায় ঘোষণা করেন। মামলার অপর দুই আসামিকে খালাস প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালের ৩০ জুলাই পীরগাছা উপজেলার দিলালপাড়া এলাকার ব্যবসায়ী মাহতাব উদ্দিনকে গলা কেটে হত্যা করা হয়। স্ত্রীর সঙ্গে পরকীয়া ও টাকা পয়সা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই আবু বক্কর সিদ্দিক চারজনকে আসামি করে পীরগাছা থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার বিকেলে ওই রায় প্রদান করা হয়।মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক রয়েছে।
রায়ে আসামি দিলালপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে মানিক মিয়া ও একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে হাসেন আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। অপর দুই আসামি নিহতের স্ত্রী শাহিনুর বেগম ও আমজাদ হোসেনকে খালাস প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন এপিপি রতিশচন্দ্র ভৌমিক বাবু এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন রশিদ চৌধুরী।