
প্রশাসনিক হয়রানি, মহাসড়কে নছিমন-করিমন ও অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে টানা ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে রংপুর জেলা মোটর মালিক সমিতি।
শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর জেলার সকল রুটে বাস, মিনিবাস, ট্রাক ও মাইক্রোবাস বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হক।
এদিকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার (২৯ অক্টোবর) রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি।