
নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি করপোরেশনের নাগরিকদের মাঝে আগামী ৬ আগস্ট থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কমিউনিকেশন অফিসার মো. আশিকুর রহমান এ তথ্য জানান।
আশিকুর রহমান জানান, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনের নাগরিকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। আগামী ১৮ জুলাই থেকে খুলনা সিটির বাসিন্দাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে। এরপর আগামী ৬ আগস্ট থেকে রংপুর সিটি করপোরেশনের নাগরিকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ শুরু করা হবে।
তিনি জানান, আগামী ১৮ জুলাই নির্বাচন কমিশনার কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এ ছাড়া আগামী ৬ আগস্ট থেকে রংপুর সিটি করপোরেশনের নাগরিকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে; এ সংক্রান্ত নথিতে অনুমোদন দিয়েছে ইসি।
স্মার্ট কার্ড সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক খুলেছে এনআইডি উইং। যেকোনো মোবাইল অপারেটর থেকে ১০৫ নম্বরে কল করলে নাগরিকদের তথ্য জানাবেন জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৪ জানুয়ারি ১৮ মাসের মধ্যে ৯০ মিলিয়ন (৯ কোটি) স্মার্ট কার্ড তৈরি করে দেওয়ার জন্য ফ্রান্সের ‘অবার্থার টেকনোলজিস’ নামের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করে ইসি। চুক্তি অনুযায়ী ২০১৬ সালের জুনে নাগরিকের হাতে স্মার্ট কার্ড দেওয়ার কথা ছিল ইসির। কিন্তু সময়মতো না দিতে পারার আশংকায় মেয়াদ শেষের আগেই ব্যয় না বাড়ানোর শর্তে এ প্রকল্পে আরো ১৮ মাস সময় বাড়িয়ে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময় নেয় ইসি।