১৬ নভেম্বর শনিবার রংপুর মহানগর জামায়াতে ইসলামীর ২০২৫-২০২৬ কার্যকালের জন্য মহানগর কার্যালয়ে নবনির্বাচিত মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরের সাবেক আমীর অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল প্রমুখ। মহানগরী আমীরের পরিচালনায় নবনির্বাচিত মজলিসে শূরার সদস্যগণ (পুরুষ ও মহিলা) শপথ গ্রহণ করেন।
প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম তাঁর বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের কাজে দায়িত্ব অর্পন মানে কোনো পদ-পদবী গ্রহণ নয় বরং এই দায়িত্ব দ্বীন কায়েমের শপথের কর্মী হিসেবে পবিত্র আমানত। আল্লাহ তাআলার কাছে জবাবদিহির মানসিকতা নিয়ে এ দায়িত্ব পালন করতে হবে। উপস্থিত দায়িত্বশীলদের উদ্দেশে তিনি আরও বলেন, বিভাগীয় শহর হিসেবে রংপুর মহানগরের কাজকে মজবুত করার জন্য দায়িত্বশীল ভাই ও বোনদেরকে সময় দান বাড়াতে হবে। বিগত ১৫ বছরে সংগঠনের উপর পরিচালিত জুলুম-নির্যাতনের পর আল্লাহর রহমতে মুক্তভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে রুকন বৃদ্ধিসহ জনশক্তির মানোন্নয়নের প্রতি নজর দিতে হবে।
তিনি বলেন, উত্তরের এ জনপদ ইসলামী আন্দোলনের জন্য অত্যন্ত ঊর্বর। শহীদ আতাউর রহমান হামিদীর (সাবেক রংপুর জেলা সেক্রেটারি) রক্ত এ জমিনে ত্যাগ ও কুরবানির সাক্ষ্য বহন করছে। আতাউর রহমান হামিদীর খুনিরা ৫ আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত হয়েছে ও পালিয়ে আছে। দাওয়াত সম্প্রসারণ ও জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
অধিবেশনে মহানগর সেক্রেটারি হিসেবে জনাব কে এম আনোয়ারুল হক কাজল এবং সহকারী সেক্রেটারি হিসেবে অধ্যাপক মোঃ রায়হান সিরাজী ও মোঃ আল আমিন হাসান কে নিযুক্ত করে ১০ সদস্য বিশিষ্ট মহানগর কর্মপরিষদ গঠন করা হয়। এ সময় ৮ সদস্য বিশিষ্ট মহানগর মহিলা বিভাগীয় কর্মপরিষদও গঠন করা হয়।