রংপুর মেডিকেলে লাগা আগুন নিয়ন্ত্রণে

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের চর্ম, যৌন ও মানসিক চিকিৎসার ওয়ার্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের পরই রোগী ও স্বজনদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে আজ সকাল ১০টার দিকে মেডিকেলের মূল ভবনের একটি ওয়ার্ডে অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টার দিকে ওই ওয়ার্ডে আগুন লাগলে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফরিদ উদ্দিন বলেন, ‘তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতির মধ্যে কিছু ফার্নিচার ও এসি রয়েছে। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে।’