
নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি করপোরেশনে (রসিক) আগামী ২১ ডিসেম্বর নির্বাচন হবে। নির্বাচনকে সামনে রেখে এলাকায় সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের আগাম প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী বৃহস্পতিবারের মধ্যে নিজ উদ্যোগে আগাম প্রচারসামগ্রী অপসারণ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
বুধবার ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহম্মদ খান বিভাগীয় কমিশনার বরাবর এ সংক্রান্ত চিঠি দিয়েছেন।
এর আগে গতকাল মঙ্গলবার ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আগামী ২১ ডিসেম্বর রসিক নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে ৫ নভেম্বর।
তিনি আরো জানান, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে। এছাড়া একটি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হবে।
সিটি নির্বাচন আইন-বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের প্রচারের সুযোগ নেই। এ সময় নির্বাচন-সংক্রান্ত দেয়াল লিখন, পোস্টার, বিলবোর্ড, ব্যানার, তোরণ ও গেইট নির্মাণসহ প্রচারমূলক কাজ নিষিদ্ধ। প্রতীক পেয়েই তারা নির্বাচনী প্রচারে যেতে পারবেন। দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, বিধি লঙ্ঘনকারীর বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও সর্বোচ্চ ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের সুযোগ রয়েছে।
রংপুর সিটি করপোরেশনে বর্তমানে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৯৬টি, ভোটকক্ষ ১ হাজার ১৭৭টি।