রওশন এরশাদকে চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হচ্ছে

জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হচ্ছে।

আজ শুক্রবার জাতীয় পার্টির (জাপা) প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রওশন এরশাদের শারিরীক অবস্থা ভালো নয়, তাই চিকিৎসকদের পরামর্শে এয়ার আ্যম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।’

এর আগে গত ১৪ আগস্ট রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। সে সময় বেশ কিছুদিন তিনি আইসিইউতে ছিলেন। পরে তাঁকে কেবিনে নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২০ অক্টোবর আবার তাঁকে আইসিইউতে নেওয়া হয়।