
টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর পাগাড় পাঠানপাড়া এলাকায় ২৬ শতাংশ জমি জোর পূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুর্হুতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
জমির মালিক জালাল পাঠান জানান, পাগাড় মৌজার এসএ ও সিএস ২১৮, আর এস খতিয়ান ৩৭, ৪৩০ নং দাগে ২৫.৩৩ শতাংশ জমি পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল করিতেছি। গত ২০০৯ সালে জনৈক হাকিম একটি ভুয়া দলিল মূলে বাপ্পীলস্কর ও সালাম লস্করের নিকট প্রায় ১৬ শতাংশ জমি ওই দাগ খতিয়ানে বিক্রয় করেন। তারা প্রভাব খাটিয়ে জমিটি দখলের চেষ্ঠা চালিয়ে ব্যর্থ হয়। এনিয়ে স্থানীয় কাউন্সিলর, সাবেক টঙ্গী পৌরসভার মেয়র
আজমত উল্লা খান ও স্থানীয় এমপির মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। পরে সমাধান না হওয়ায় বিষয়টি নিয়ে উভয়পক্ষ দফায় দফায় অভিযোগ ও মামলা মোকদ্দমার আশ্রয় নেন। এঘটনায় কোর্টে বাটোয়ারা মামলা চলমান থাকা সত্তেও স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়া ও প্রশাসনের সহযোগীতায় গত বৃহস্পতিবার থেকে ওই ২৫.৩৩ শতাংশ জমির চার পাশে অবৈধ ভাবে বাউন্ডারী দেয়াল তৈরি করছে বাপ্পী লস্কর ও সালাম লস্করগং।
এব্যপারে বাপ্পী লস্করের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমির মালিক আমরা। সেজন্য চার পাশে বাউন্ডারী দেয়াল করছি।