কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের কুঠিবাড়ী ভাঙন থেকে রক্ষায় ২০৫ কোটি টাকার রক্ষা বাঁধ নির্মাণের কাজ উদ্বোধন করেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
শুক্রবার দুপুরে কুমারখালীর কয়া ইউনিয়নের সুলতানপুরে এ কাজের উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই এ কাজ শেষ করা হবে। কাজ শেষ হলে পদ্মার ভাঙনে রবীন্দ্র কুঠিবাড়ী বিলীন হওয়ার আশঙ্কা আর থাকবে না। এ ছাড়াও এলাকার মানুষ ভাঙন থেকে রক্ষা পাবে।
মন্ত্রী বলেন, সরকার আমাদের ইতিহাস কৃষ্টি কালচার রক্ষায় সর্বদা তৎপর। এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী খননের কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। আমরাও সেদিকে এগুচ্ছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে গঙ্গা ব্যারাজ সম্পর্কে মন্ত্রী বলেন, এখন পানির লেভেল নিচে নেমে গেছে, ফলে সঠিক পরিমাণের পানি পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে ভারত বাংলাদেশের উভয় কারিগরি টিম পরীক্ষা-নিরীক্ষা করছে। এরপরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় স্থানীয় কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আবদুর রউফ, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব উল ফেরদৌসসহ পানি সম্পদ বিভাগ, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।