রণক্ষেত্র শাবিপ্রবি: গুলি-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের, একাধিক গুলিবিদ্ধ

শাবিপ্রবি প্রতিবেদকঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়েছেন একাধিক শিক্ষার্থী এবং সাধারণ মানুষ।

বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা থেকে শিক্ষার্থীরা সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন। এক পর্যায়ে দুপুর সোয়া ১টায় অবরোধকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ শুরু করে পুলিশ।

এরপর বিপুল পরিমাণ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং টিয়ারসেল ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেন পুলিশ। শিক্ষার্থীদের গ্রেনেড, রাবার বুলেট নিক্ষেপ করে ধাওয়া করতে করতে মহাসড়কের দুইপাশে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যায়।

এসময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এসময় পুলিশের ছোঁড়া গুলিতে আহত হয় প্রায় ৩০ জনের উপর শিক্ষার্থী। এদের মধ্যে কয়েকজন সাধারণ মানুষ রয়েছে বলে খবর পাওয়া যায়। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় দুই শতাধিক পুলিশ, কুইক রেসপন্স টিম, তিবি সদস্যরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান করছে।