‘রণবীরই সেরা অভিনেতা’

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। এবার অভিনয় জীবনের বড় পুরস্কারটা পেয়ে গেলেন তিনি। তাও অন্য কেউ নন বলিউডের গুণী অভিনেতা আমির খানের কাছ থেকে।

রণবীর অভিনীত ‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটি সদ্য মুক্তি পেয়েছে। সিনেমাটি দেখার পর রণবীর সেরা অভিনেতা বলে মন্তব্য করেছেন আমির খান। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল রোববার ‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটি দেখেছেন তিনি। তারপর এক টুইট বার্তায় এই ভালো লাগার কথা জানান আমির।

তিনি টুইটে লিখেন, ‘‌এইমাত্র অ্যায় দিল মুশকিল সিনেমাটি দেখলাম। রণবীরই সেরা অভিনেতা। কী ভালো সিনেমা!‌ আমার ভালো লেগেছে। মনে হয়েছে, পরিচালক করণ বলটাকে স্টেডিয়ামের বাইরে ফেলে দিয়েছেন।’

বক্স অফিসের হিসেবে অনুযায়ী ‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটি দ্বিতীয় দিনে আয় করেছে প্রায় ১২.৫০ কোটি রুপি। দুই দিনে সিনেমাটির মোট সংগ্রহ ২৫.৫‌৪ কোটি রুপি।

সূত্রের খবর প্রথম দুই দিনে বিদেশে প্রাপ্ত অর্থের দিক দিয়ে সালমান খানের ‘সুলতান’ ‌কে ছাপিয়ে গেছে ‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটি।