রণবীরকে এড়িয়ে চলছেন সঞ্জয়

বিনোদন ডেস্ক : মুন্নাভাই খ্যাত বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা রাজকুমার হিরানি। এতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর।

বলার অপেক্ষা রাখে না, ২০১৭ সালের দর্শক প্রতীক্ষিত সিনেমা এটি। এরই মধ্যে শুরু হয়েছে শুটিংয়ের প্রস্তুতি। এদিকে নিজেকে ঝালিয়ে নিতে রণবীর চাইছেন সঞ্জয়ের সঙ্গে বেশির ভাগ সময় কাটাতে কিন্তু বিরক্ত সঞ্জয় রণবীরকে এড়িয়ে চলছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে তার বায়োপিক সম্পর্কে প্রশ্ন করা হলে সাংবাদিকদের সঞ্জয় দত্ত বলেন, ‘আমার জীবন হয়তো অনেক মজার যে কারণে রাজকুমার হিরানির মতো নির্মাতা এটি নিয়ে সিনেমা তৈরি করছেন। রণবীর আমার চরিত্রে অভিনয় করছেন কিন্তু তার অবস্থা খুবই খারাপ। সে চাইছে আমাদের সঙ্গে দিনের পর দিন, সপ্তাহ কাটাতে। কিন্তু আমি কারো সঙ্গে আধা ঘণ্টার বেশি কাটাতে পারি না। আমি তাকে এড়িয়ে চলার চেষ্টা করি, এই চরিত্রে অভিনয় করাটা তার জন্য খুবই কঠিন। যদিও সে খুবই চমৎকার অভিনেতা।’

সঞ্জয়ের বায়োপিকের নাম দেওয়া হয়েছে দত্ত। এতে রণবীর কাপুর ছাড়াও আরো অভিনয় করবেন আনুশকা শর্মা ও সোনম কাপুর।