রণবীরের পর করোনায় আক্রান্ত সঞ্জয়লীলা বনশালী, কোয়ারেন্টাইনে আলিয়া

বলিউডে ফের করোনার থাবা। রণবীরের পর করোনা আক্রান্ত পরিচালক সঞ্জয়লীলা বনশালী। আপতত কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। রণবীরের রিপোর্ট পজিটিভ আসার পরই নিজের করোনা টেস্ট করার সিদ্ধান্ত নেন সঞ্জয়। পরিচালকের রিপোর্টও পজেটিভ এসেছে। তাঁর সঙ্গে শ্যুটিং করছিলেন আলিয়া। রণবীর ও বনশালী দু’জনেরই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন আলিয়াও।

সম্প্রতি আলিয়ার সঙ্গে মুম্বইয়ের গুরগাঁও ফিল্ম সিটিতে গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন সঞ্জয়। পরিচালকের করোনা আক্রান্তের খবর আসতেই গোটা শ্যুটিং ইউনিট করোনা পরীক্ষা করিয়েছেন এবং কোয়ারেন্টাইনে চলে যান। তাঁর সংস্পর্শে আসায় অভিনেত্রী আলিয়া ও সেলফ কোয়ারেন্টিনে আছেন বলে জানা গিয়েছে। রিপোর্ট বলছে, আপাতত গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ির শ্যুটিং স্থগিত করা হয়েছে।

সঞ্জয়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরেই তাঁর মা লীলা বনশালীরও করোনা পরীক্ষা করা হয়। তবে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও সতর্কতা অবলম্বনে তিনি সেলফ কোয়ারেন্টিনে রয়েছেন।