বিনোদন ডেস্ক : সিনেমায় জুটি বেঁধে হ্যাটট্রিক করতে চলেছেন রণবীর কাপুর এবং আনুশকা শর্মা।
২০১৫ সালে অনুরাগ কাশ্যপ পরিচালিত বম্বে ভেলভেট সিনেমায় রণবীর-আনুশকার রসায়ন দেখেছিলেন দর্শক। খুব শিগগিরই অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় আবার দেখা যাবে তাদের। শোনা যাচ্ছে, সঞ্জয় দত্তের বায়োপিকেও জুটি বেঁধে হাজির হচ্ছেন তারা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাজকুমার হিরানি পরিচালিত দত্ত সিনেমায় মান্যতা দত্তের চরিত্রে দেখা যাবে আনুশকাকে। সিনেমায় আরো একজন অভিনেত্রী থাকবেন যিনি সঞ্জয়ের প্রথম স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন।
তবে নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি। সিনেমাটিতে অভিনয় শিল্পী নির্বাচন প্রক্রিয়া এখনো চলছে।
সিনেমায় সঞ্জয় দত্তের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। খুব শিগগিরই দত্ত সিনেমাটির শুটিং শুরু হবে। ২০১৭ সালের ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।