
রণবীর কাপুর কোভিড পজিটিভ। প্রেমিক পাশে না থাকলে জন্মদিনের পার্টি না করার সিদ্ধান্ত নেন আলিয়া। কিন্তু আলিয়ার জন্মদিনে করণ জোহর দেওয়া পার্টিতে আলেয়ার মন্ত্যব, জমে গিয়েছিল পার্টি!
আর এর কারণ রণবীর সিংহ। রণবীর ছিলেন না তোতে কি ২৮-এ পা দেওয়া আলিয়ার পাশে ছিলেন রণবীর সিংহ। তাঁর সঙ্গেই দিব্যি পার্টি করলেন আলিয়া। রণবীর সিং-এর সাথে ছিল দীপিকাও। আলিয়ার সঙ্গে ছিলেন তাঁর দিদি শাহিন।
এর পার্টিতে দেখা গেছে আরো অনেককেই। এসেছিলেন অর্জুন সিংহ-মালাইকা অরোরা, আদিত্য রায় কপুর, শশাঙ্ক খৈতান, অয়ন মুখোপাধ্যায় এবং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান।