রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরির অভিযোগে গ্রেপ্তার প্রদীপ

আন্তর্জাতিক ডেস্ক : রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন প্রদীপ বাউড়ি নামে এক বাউল গায়ক। এক যুগ আগে চুরি যাওয়া নোবেল উদ্ধারে হাল ছেড়ে দিয়েছিল সিবিআই।

এবার নতুন করে শুরু করলেন পশ্চিমবঙ্গের রাজ্য গোয়েন্দারা। এশিয়ার প্রথম নোবেল প্রাপকের পদক চুরি যাওয়া রীতিমতো অসম্মানের। মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে নতুন করে গুরুত্ব দিলেন। গত আগস্টে তদন্ত নিজের মতো করে চালানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কলকাতার পুলিশ কমিশনারের নেতৃত্বে গঠিত হলো নতুন তদন্ত সেল। গ্রেপ্তার করল প্রদীপ বাউড়ি নামের বাউল গায়ককে।

কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিন জানিয়েছে, প্রদীপ বাউড়ির গ্রেপ্তারকে সাফল্য মনে করছে তারা। ঘটনায় তিনি যে জড়িত ছিলেন সে ব্যাপারে প্রায় নিশ্চিত গোয়েন্দারা। অনুমান করা হচ্ছে, চোরদের ঢোকা ও পালানোর বন্দোবস্ত করে দিয়েছিলেন তিনিই।

এর আগে সিবিআইও আটক করেছিল তাকে। তবে দিনকয়েক হেফাজতে রাখার পর তাকে মুক্তি দেওয়া হয়। তার থেকে উল্লেখযোগ্য কোনো সূত্রই পাওয়া যায়নি বলে জানা গিয়েছিল। কিন্তু রাজ্যের গোয়েন্দারা নিশ্চিত যে ওই গায়কই এই ঘটনায় জড়িত। প্রয়োজনে লাই ডিটেকশন টেস্ট বা নারকো অ্যানালিসিস টেস্টের মুখোমুখি হতে হবে তাকে। একসময় গ্রামপ্রধানও ছিলেন এই গায়ক। তিনি সিপিএমের সমর্থক ছিলেন বলেও জানা যাচ্ছে।

তদন্তে গোয়েন্দারা আরো বেশ কিছু ব্যক্তির নাম পেয়েছেন। যারা সকলেই পুরোনো অ্যান্টিক জিনিসের ডিলার। তাদের অনেকে বিদেশেও থাকে। গোয়েন্দাদের বিশ্বাস প্রদীপের সূত্র ধরেই সেই ডিলারদের নাগাল মিলবে। খুব শিগগির যে এই কাণ্ডের কিনারা হবে- এমনটাই বিশ্বাস গোয়েন্দাদের।
প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির দিন ২৫ মার্চ ২০০৪ বুধবার ছিল শান্তিনিকেতনের ছুটির দিন। মঙ্গলবার দুপুর ১টায় বন্ধ হয়ে যায় শান্তিনিকেতন। বৃহস্পতিবার রবীন্দ্র ভবন খুলতেই ধরা পড়ে চুরির ঘটনা। মঙ্গলবার বিশ্বভারতী বন্ধ হয়ে যাওয়ার আগেই চোরেরা ভেতরে ঢুকে অবস্থান নেয়। সারা রাত ধরে মালপত্র সরাতে থাকে।

রবীন্দ্র ভবনের পেছনের জানালা ভেঙে ফেলে চোর, দেয়ালের নিচে পাওয়া যায় ভাঙা গ্রিল। এই জানালা দিয়ে মালপত্র সরিয়ে নেয়। পুলিশ বলে চোর জানালা দিয়ে ঢোকেনি। কারণ, সে ক্ষেত্রে জানালার পাল্লা ভেঙে ফেলতে হতো। উত্তরায়নের এই বিশাল এলাকা নিরাপত্তার দায়িত্বে ছিল মাত্র দুজন এনডিএফ কর্মী। পাওয়া গেছে ২৮ জোড়া পায়ের ছাপ। তার মধ্যে আবার দুজনের পায়ে চটি ছিল। কিন্তু সেই রহস্য আজও যেমন উদ্ধার হয়নি, তেমনি খুঁজে পাওয়া যায়নি কবির পদকও।