
ঢাকার রমনা কালীমন্দিরের সংস্কার হওয়া অংশের উদ্বোধন করেছেন বাংলাদেশে সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
মন্দিরে স্বপরিবারে প্রার্থনাতেও অংশ নেন তিনি। এ সময় ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে রমনা কালীমন্দিরের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন তিনি।
১৯৭১ সালের ২৭ মার্চ এই মন্দিরে গণহত্যা হয়েছিল। রমনা মন্দিরটি ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই অংশটি ভারত সরকারের সাত কোটি টাকা অনুদানে সংস্কার করা হয়েছে। ভক্তনিবাস ও মূল মন্দিরও পুনঃনির্মাণ করা হয়েছে।