রমেকে চিকিৎসা নেওয়া দুই সাঁওতাল কারাগারে

রংপুর : রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসা নেওয়া দুই সাঁওতালকে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন বিমল কিস্কু ও চরণ সরেণ।

মঙ্গলবার দুপুরে রমেক হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে পুলিশ প্রহরায় তাদেরকে গাইবান্ধা কারাগারে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রমেক হাসপাতালের পরিচালক আসম বরকত উল্লাহ ও গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ।

গত ৬ নভেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকল এলাকার মাদারপুর ও জয়পুরে সাঁওতালপল্লিতে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চরণ সরেন, বিমল কিছকু ও দ্বিজেন টুডো গুরুতর আহত হয়।

আহত দ্বিজেন টুডোকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় এবং চরণ সরেন ও বিমলকে রমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ তারা সুস্থ হয়ে উঠায় তাদেরকে হাসপাতাল কর্তপক্ষ ছাড়পত্র দেয়।

রমেক হাসপাতালের পরিচালক আসম বরকত উল্লাহ জানান, চিকিৎসাধীন চরণ ও বিমল সুস্থ হয়ে উঠায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, বিমল কিছকু ও চরণ সরেনের বিরুদ্ধে মামলা থাকায় তাদের পুলিশ প্রহরায় গাইবান্ধা কারাগারে স্থানান্তর করা হয়েছে।