রসিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু

নিউজ ডেস্ক : রংপুর সিটিতে এবার ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪। গতবারের চেয়ে ভোটার বেড়েছে ২৪ হাজার। ভোট গ্রহণের কেন্দ্র ১৯৩টি। এর মধ্যে ১২৮ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। রংপুর সিটিতে এবার দলীয় প্রতীকে প্রথমবার ভোট হচ্ছে।

রংপুর সিটি করপোরেশনে (রসিক) বিদ্যমান পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, পরিস্থিতি সম্পূর্ণ আমাদের অনুকূলে রয়েছে। আশা করি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট হবে।

বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সংবাদ সংম্মেলনে তিনি এ কথা বলেন।

কে এম নুরুল হুদা বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত আমাদের যে অবজারভেশন, পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে রয়েছে। সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট হবে।

রসিক নির্বাচনে মাত্র একটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হওয়ার কথা বললেও ভোটের একদিন আগে সংশয় প্রকাশ করেছেন সিইসি।