রসিক নির্বাচনে আচরণবিধি তদারকির জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আচরণবিধি মানা হচ্ছে কি না, তা তদারকির জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এছাড়া রসিক নির্বাচনের পর গেজেট প্রকাশ না করা পর্যন্ত রংপুর সিটি করপোরেশন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ইসির সহকারী সচিব মো. রাজীব আহসান জানান, গতকাল থেকে রসিকের প্রতি ছয় ওয়ার্ডের জন্য একজন করে মোট ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এই ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রার্থিতা প্রত্যাহার পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এদিকে রংপুর সিটিতে নির্বাচনের পর গেজেট প্রকাশ না করা পর্যন্ত ত্রাণসামগ্রী না দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়, রেডক্রিসেন্ট সোসাইটি, মহিলা ও শিশু অধিদপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে চিঠির মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২২ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাচাই ২৫-২৬ নভেম্বর, মনোনয়নপত্র বাচাইয়ের বিরুদ্ধে আাপিল দায়ের ২৫-২৬ নভেম্বর, আপিল নিষ্পত্তি ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২১ ডিসেম্বর।