
বিনোদন ডেস্ক : বলিউডের কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রাণৌত জানিয়েছেন, তিনি পুরস্কারে বিশ্বাস করেন না, এ কারণে পুরস্কার প্রদান অনুষ্ঠানেও যান না।
সম্প্রতি ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন শো অনুষ্ঠানে ডিজাইনার মানীশ আরোরার জন্য র্যাম্পে হাঁটেন কঙ্গনা। সেখানে তিনি বলেন, ‘আমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাই না কারণ আমি পুরস্কারে বিশ্বাসী নই।’
সেরা অভিনেত্রী হিসেবে সোনম নাকি আলিয়া কার অ্যাওয়ার্ড পাওয়া উচিৎ? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি কোনো অ্যাওয়ার্ডের বিচারক নই। সুতরাং কে অ্যাওয়ার্ড জিতবে তা নির্ধারণ করা আমার কাজ না। আমি অ্যাওয়ার্ডে বিশ্বাস করি না, তাহলে আমি কেন এটি নিয়ে মাথা ঘামাব? কে জিতল এ নিয়ে আমি ভাবি না।’
সম্প্রতি সিমরান সিনেমার শুটিং শেষ করেছেন কঙ্গনা। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার রেঙ্গুন সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইফ আলী খান ও শহিদ কাপুর।