নিজস্ব প্রতিবেদক : সৃজনশীল প্রকাশনা সংস্থা বাংলাদেশ রাইটার্স গিল্ড সাহিত্যপ্রেমীদের নিয়ে ‘সাহিত্য আড্ডা’র আয়োজন করেছে।
শুক্রবার সকাল ১০টা থেকে সাহিত্য আড্ডা শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়। রাইটার্স গিল্ডের নিজস্ব দপ্তরে অনুষ্ঠিত আজকের আড্ডার প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক, কলামিস্ট এবং বিটিভির প্রাক্তন উপমহাপরিচালক ফরিদুর রহমান।
সাহিত্য আড্ডার প্রতিটি লেখা নিয়ে তিনি তার মতামত জানান। আড্ডায় লেখা পাঠ করেন দৈনিক জনকণ্ঠের সাংবাদিক বিপ্লব রেজা। তিনি তার কবিতা ‘হৃদয়ে প্রেমের স্রোত’ ও ‘স্রষ্টাকে খুঁজি’ পাঠ করেন। গল্প পাঠ করেন আল মামুন সোহাগ ও শাহরিয়ার আহমেদ আশিক। ছড়া পাঠ করেন মাসুদ খান। এ ছাড়া ফরিদুর রহমান দু`টি ছড়া আবৃত্তি করে শোনান।
সবার অংশগ্রহণে সাহিত্য আড্ডা প্রাণবন্ত হয়ে ওঠে। সাহিত্য আড্ডায় আরো উপস্থিত ছিলেন রকমারিডটকম থেকে আগত মাহবুব জামান এবং ডাক্তার তৌহিদুজ্জামান লিটু। অনুষ্ঠান পরিচালনা করেন রাইটার্স গিল্ডের সভাপতি পারভেজ রানা।