আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইব্রাহিম রাইসিকে ‘বড় ভাই’ আখ্যা দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও ইরানি জনগণের প্রতি ‘গভীর সমবেদনা’ জানিয়েছে গোষ্ঠীটি।
হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতিকে ঘনিষ্ঠভাবে জানি। তিনি আমাদের মহান ভাই, দৃঢ় সমর্থক এবং আমাদের ও জাতির কারণগুলোর অবিচল রক্ষক ছিলেন। তাদের মধ্যে সর্বাগ্রে ছিল জেরুজালেম ও ফিলিস্তিন। প্রতিরোধ আন্দোলন ও তাদের যোদ্ধাদের অভিভাবক হিসেবে তিনি দায়িত্বশীল সব পদে অধিষ্ঠিত ছিলেন।
গতকাল আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে একটি বাঁধ উদ্বোধন করেন ইব্রাহিম রাইসি। এরপর সেখান থেকে হেলিকপ্টার যোগে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তারবিজে আসছিলেন তিনি।
তার সঙ্গে ওই একই হেলিকপ্টারে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ান। এছাড়া আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা একই হেলিকপ্টারে রাইসির সফর সঙ্গী হয়েছিলেন।
পরে দুর্ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে উদ্ধার অভিযানও সমাপ্ত করা হয়েছে।
ইরানের রেড ক্রিসেন্ট সোমবার বলেছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর এর মাধ্যমে উদ্ধার অভিযানও শেষ হয়েছে।
রেড ক্রিসেন্ট প্রধান পীর হোসেইন কুলিভান্দ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আমরা শহীদদের মরদেহ ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজে স্থানান্তর করার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। তল্লাশি অভিযান শেষ হয়েছে।’


